খেলাধুলা

বিশ্বকাপে অংশ নিলেই ৭০ লাখ টাকা পাবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেই ৭০ লাখের বেশি টাকা পাবে বাংলাদেশ। আর প্রতি ম্যাচ জেতার জন্য আলাদাভাবে পাবে ৪০ লাখ টাকার বেশি। বিশ্বকাপের জন্য শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ৫৭ কোটি টাকার প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। অস্ট্রেলিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়নও রানার্স আপ দলের পাশাপাশি প্রতিটি পর্বের জন্য থাকছে আলাদা অর্থ পুরস্কার।

দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ। ১৬ দল লড়বে একটি ট্রফির জন্য। ভক্তরা শুরু করেছেন ক্ষণ গণনার। তার আগে দলগুলো প্রস্তুত হচ্ছে বিশ্ব মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের।

বড় আসরের আগে ক্রিকেটাররা যেমন ঘাম ঝরাচ্ছেন। তাদের প্রতিদান দিতে আইসিসিও ঘোষণা দিয়েছে মোটা অঙ্কের অর্থ। প্রতিটি ধাপে ধাপে আলাদাভাবে ভাগ করা হয়েছে সেই অর্থ।

এবারের বিশ্বকাপে সর্বমোট প্রাইজ মানি কত হতে পারে? এই প্রশ্ন আসতে পারে যে কারো মনে। আইসিসি জানিয়ে দিয়েছেন কত অর্থ থাকছে অংশ নেয়া দলগুলোর জন্য। ৫৬ লাখ ডলার। টাকার অঙ্কে যেটি প্রায় ৫৭ কোটি টাকা। গোটা অর্থই পাবে দলগুলো।

এত টাকার কে কত পাচ্ছে? চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে মোটা অঙ্কের অর্থ। ট্রফি জয়ের পাশাপাশি আর্থিকভাবেও বেশ লাভবান হবে শিরোপা জয়ী দল। তাদের জন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বরাদ্দ রেখেছে সবচেয়ে বেশি ১৬ লাখ ডলার। যা কিনা টাকার অঙ্কে ১৬ কোটির বেশি।

শিরোপা বঞ্চিত হলেও, একেবারে হতাশ হতে হবে না রানার্স আপ দলকে। কারণ তাদের জন্যও রাখা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ পুরস্কার। ৮ লাখ ডলার পাবে রানার্স আপ দল। মেলবোর্ন থেকে যারা শিরোপা ছাড়া ফিরবেন তাদের অ্যাকউন্টে টাকার অঙ্কে থাকবে ৮ কোটি টাকার বেশি অর্থ।

সেমিফাইনাল নিশ্চিত করে যদি বাদ পড়ে যায় কোনো দল, তাদের ভাগ্যে কি থাকবে? হতাশার কিছু নেই। শীর্ষচার থেকে বাদ যাওয়া দুই দল পাবে ৪ লাখ ডলার করে। যা টাকার অর্থে প্রায় ৪ কোটি টাকা।

সুপার টুয়েলভে অংশ নেয়া দলগুলোর জন্য কী থাকছে? এই পর্ব থেকে খেলবে বাংলাদেশ। সমর্থকদের আগ্রহ থাকারই কথা। এই পর্বে অংশ নেয়া প্রতিটি দল পাবে ৭০ হাজার ডলার। যা কিনা প্রায় ৭০ লাখ টাকার বেশি। অর্থাৎ বাংলাদেশ যদি সুপার টুয়েলভে অংশ নিয়ে কোনো ম্যাচ নাও জিতে, তাও ৭০ লাখ টাকা পাচ্ছে। তবে জয় পেলে টাকার অংকটা বড় হবে। প্রতিটি ম্যাচের জন্য থাকছে ৪০ হাজার ডলার। সেক্ষেত্রে প্রতি ম্যাচ জয়ের জন্য পাবে ৪০ লাখ টাকা করে।

তাছাড়া যে দলগুলো গ্রুপ পর্বে খেলবে তাদের জন্য রয়েছে ৪০ হাজার ডলার করে। গ্রুপ পর্বের ৮ দলের জন্যই থাকবে এই টাকা। যেখান থেকে ৪টি দল জায়গা পাবে সুপার টুয়েলভে। এখন দেখার পালা অস্ট্রেলিয়ায় মাঠের লড়াইয়ে কারা কত পরিমাণ অর্থ নিজেদের ঝুলিতে নিতে পারেন।

Back to top button