প্রবাস

অধ্যাপক গোলাম কিবরিয়া তাফাদারের স্মরণে নিউ ইয়র্কে শোক সভা

নিউইয়র্ক প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্র প্রবাসী বসবাসরত বিয়ানীবাজারবাসীরা সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বিয়ানীবাজারের কৃতি সন্তান অধ্যাপক একেএম গোলাম কিবরিয়া তাফাদারের স্মরণে এক শোক সভার আয়োজন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের আল মদিনা পার্টি হলে আয়োজিত এ সভায় বক্তারা বিয়ানীবাজারের ভূমিপুত্র অধ্যাপক গোলাম কিবরিয়া তাফাদারের কর্মজীবন, মেধা, প্রজ্ঞা ও নানা স্মৃতিচারণে বলেন, তিনি তার কর্মদক্ষতা, মেধা ও যোগ্যতা দিয়ে শুধু নিজেকে নয়, দেশ ও প্রবাসে বিয়ানীবাজারকে উপস্থাপন করেছেন।

সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার কোষাধ্যক্ষ মো. আলিম ও রাজনীতিক আব্দুল হাছিবের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আজিমুর রহমান বোরহান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন কফিল, মাসুদুল হক ছানু, মোস্তফা কামাল, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান খান, জালালাবাদ এসোসিয়েশনর সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, সহ-সাধারণ রোকন হাকিম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদ খলিলুর রহমান, নিউ ইয়র্ক প্রগ্রেসিভ ফোরামের সভাপতি হাফিজুল হক ও ব্যবসায়ী বদরুল হক।

Back to top button