বড়লেখা

শেষসময়ে রঙতুলিতে প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

আশফাক জুনেদ, বড়লেখাঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব
শারদীয় দূর্গাপূজার আর মাত্র ১ দিন বাকি। পূজাকে সামনে রেখে মৌলভীবাজরের বড়লেখার পূজামণ্ডপ গুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন মণ্ডপ এবং প্রতিমা তৈরির কারখানায় এখন রং তুলির আঁচড়ে শিল্পীরা রাঙিয়ে দিচ্ছেন প্রতিমা। মণ্ডপের বাহিরে তোরণ ও আলোকসজ্জা করতে ব্যস্ত পূজার আয়োজকরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা সুত্রে জানা গেছে, বড়লেখার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ১৫০ টি পূজা মণ্ডপে এবারের পূজার আয়োজন করা হবে। এর মধ্যে ১৩৯ টি সার্বজনীন এবং ১১ টি মণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে পূজা অনুষ্ঠিত হবে। পূজাকে সামনে রেখে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছেন আয়োজকেরা। সরকারের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবছরও মণ্ডপ প্রতি ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার পৌরশহরের হাটবন্দ গ্রামের শ্রী শ্রী রাধা কৃষ্ণের মন্দিরের মণ্ডপ ও ঢাকা প্রতিমা শিল্পী ঘরে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন প্রতিমাকে বিভিন্ন রঙে রাঙিয়ে নিচ্ছেন শিল্পীরা। তুলির আচঁড়ে ফুটিয়ে তুলছেন প্রতিমার সৌন্দর্য।

এ বিষয়ে ঢাকা প্রতিমা’র শিল্পী শ্রী সুকুমার পাল বলেন ‘ বড়লেখা এবং বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন মণ্ডপের চাহিদা অনুযায়ী প্রতিমা তৈরি করে দিচ্ছি। দুই উপজেলার প্রায় ৩২ টি মণ্ডপের জন্য প্রতিমা তৈরি করা হয়েছে। পাঁচজন শিল্পীর দিন রাত পরিশ্রম শেষে এবার প্রতিমা গুলো প্রস্তুত। এখন চলছে শেষ মুহুর্তের কাজ। ‘

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস বলেন, ‘ শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি গ্রহণ শেষ। এবারের বড়লেখায় সার্বজনীন ও ব্যাক্তিগত উদ্যোগে ১৫০ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ‘

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘ পূজাকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। পূজা মণ্ডপ ঘিরে থাকবে চার স্তরের নিরাপত্তা। এছাড়া প্রতিটি মন্ডপে আয়োজক কমিটির পক্ষ থেকে দুই জন স্বেচ্ছাসেবী নিরাপত্তার দায়িত্বে থাকবে। তাদেরকে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে পোষাক ও বাঁশি সরবরাহ করা হয়েছে। আশা করছি কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, আগামী ১ অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গাপূজা।

Back to top button