বিনোদন

চুরি করেই বিয়ে করেছেন জাস্টিন বিবারের স্ত্রী

নিউজ ডেস্ক- চুরি করে বিয়ে করেছেন জাস্টিন বিবারকে। দীর্ঘদিনের এই অভিযোগে একসময় ইন্টারনেটে ব্যাপক শোরগোল করেছিলেন জাস্টিন-সেলেনা ভক্তরা। সেলেনার সাবেক প্রেমিককে কেন এত তাড়াতাড়ি বিয়ে করলেন? তাদের সম্পর্ক বিচ্ছেদের আগে থেকেই কি তারা কাছাকাছি এসেছিলেন? এমন প্রশ্নের উত্তরে হেইলি বলেন, এটা খুবই উদ্ভট বিষয়।এ বিষয়টা নিয়ে আমি কখনোই কথা বলিনি। তবে অনেকের ধারণা, ‘ওহ তুমি জাস্টিনকে চুরি করেছো’।

হেইলি আরও জানান, মানুষ এখন সত্যতা জানছে। কারণ, এখানে একটা সত্য আছে। স্বামী চুরির এই ঘটনা তার জীবনে মারাত্মক প্রভাব ফেলেছিল। গত এপ্রিলে এই বিষয়ে তিনি ঘোষণা দেন, সময় অনেক চলে গেছে। তবে ইন্টারনেটে অনেকেই তখন সেলেনা-জাস্টিনের সম্পর্ক ভাঙার জন্য দায়ী করেন এই মডেলকে। গত এপ্রিলে তিনি ঘোষণা দেন, ‘সময় অনেক চলে গেছে’। তখন ইন্টারনেটে অনেকেই সেলেনা-জাস্টিন সম্পর্ক ভাঙার পেছনে দায়ী করেন এই মডেলকে।

উল্লেখ্য, ২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যায় তারকা জুটি জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের। সেই সম্পর্ক ভাঙার কয়েকমাস না যেতেই হেইলিকে প্রপোজ করেন জাস্টিন। আর তখনই অনেকেই সন্দেহ করেন যে, হেইলির জন্যই ভেঙেছে জাস্টিন-সেলেনার সম্পর্ক। তবে এই বিষয় নিয়ে তিনজনই নিজ নিজ অবস্থান পরিষ্কার করেছেন।

Back to top button