সিলেট

হযরত শাহপরান (রহ.) এর ওরস শনিবার

নিউজ ডেস্ক- হযরত শাহপরান (রহ.) এর মাজারে তিন দিনব্যাপী বাৎসরিক ওরস শুরু হচ্ছে শনিবার।

ওইদিন সকাল থেকে শুরু হবে খতমে কোরআন, জিকির-আসকার ও মিলাদ মাহফিল। পরদিন রবিবার সকাল ১০টায় গিলাপ চড়ানো, দিনভর খতমে কোরআন, জিকির আসকার ও মিলাদ মাহফিল। রাত ৩ টায় ফাতেহা পাঠ, আখেরি মোনাজাত ও নেওয়াজ বিতরণ।

সোমবার বাদ আছর শরবত বিতরণ ও শেষ ফাতেহা পাঠের মাধ্যমে শেষ হবে বাৎসরিক ওরস।
ওরসে ধর্মপ্রাণ মুসলমানদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের মুতাওয়াল্লী সৈয়দ মামুনুর রশিদ খাদিম।

Back to top button