জৈন্তাসিলেট

জৈন্তাপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, যুবক আটক

টাইমস ডেস্কঃ জৈন্তাপুরে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুরুচিপূর্ণ, মানহানিকর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করায় আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আব্দুল্লাহ আল মামুন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রামের ছৈলাখেল গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা চুনাহাটি মসজিদ সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার জৈন্তাপুরে উপজেলা নিজপাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যুবক আব্দুল্লাহ আল মামুন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুরুচিপূর্ণ, মানহানিকর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করে। পোষ্টের তারপর থেকে উপজেলার আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রীয়া দেখা দেয়।

বৃহস্পতিবার দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা চুনাহাটি মসজিদ সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে কটুিক্তকারী যুবক আব্দুল্লাহ আল মামুনকে দেখা মিলে। এসময় জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগনেতা নেহাল পালসহ সঙ্গীয় ছাত্রলীগ নেতারা তাকে ধরে ফেলে। তাৎক্ষনিক ভাবে কটুক্তিকারী আব্দুল্লাহ আল মামুনকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে।

নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

জৈন্তাপুর মডেল থানার এস.আই কাজী শাহেদুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতারা কটুক্তিকারীকে আটক করে থানায় হস্থান্তর করেছে। কটুক্তিকারী আব্দুল্লাহ আল মামুন থানা হাজতে রয়েছে।

Back to top button