শীঘ্রই আসছে সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি

মিজান মোহাম্মদ : শীঘ্রই আসছে নব গঠিত সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। ইতিমধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় চুড়ান্ত করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই তালিকা চুড়ান্ত করে প্রস্তাবিত কমিটি দলের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে। অনুমোদন পেলেই ঘোষণা দেয়া হবে। এমন তথ্যই জানিয়েছে জেলা বিএনপির সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্র।
জানা যায়, চলতি বছরের ২৯ মার্চ অনুষ্ঠিত সিলেট জেলা বিএনপির সম্মেলনে তৃণমূলের নেতাদের প্রত্যক্ষ ভোটে আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতি, এডভোকেট এমরান আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক ও শামীম আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন পর কাউন্সিলে দলের নতুন কমিটি গঠনের পর তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উদ্দিপনা দেখা দেয়। নতুন কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনমূখি হন দলের নেতাকর্মীরা। সেই সময় শুরু হয় পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া। কিন্তু স্মরণকালের ভয়াবহ বন্যায় কমিটি গঠন আটকে যায়। এর পর শুরু হয় বন্যায় দুর্গত মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তা বিতরণ ও পুনর্বাসন তৎপরতা।
দীর্ঘদিন থেকে চলা এই কর্মসূচিতে বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিপুল সংখ্যক কেন্দ্রীয় নেতা সিলেটে আসনে। দলটির ভারপ্রাপ্ত চেয়াম্যানের নেতৃত্বে প্রত্যন্ত অঞ্চলে ছুটে যায় বিএনপি। দীর্ঘ রাজনৈতিক বিরতির পর আবারো শুরু হয়েছে দলটির আন্দোলন কর্মসূচি। সাথে চলছে পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ায় স্থান থেকে দলীয় কর্মসূচিতে সম্পৃক্ততা বাড়ছে নেতাকর্মীদের।
দলের কমিটিতে ঠাঁই পেতে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দিয়ে নিজেদের সমর্থকদের নিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন পদপ্রত্যাশী নেতারা। পাশাপাশি নিজের অবস্থান মজবুত করতে চালিয়ে যাচ্ছেন জোর লবিং।
সিলেট জেলা বিএনপির একাধিক সূত্র জানায়, বিএনপি ভারপ্রাপ্ত চেয়াম্যান দলের গঠনতন্ত্র মোতাবেক ত্যাগী, পরীক্ষিত ও রাজপথে সক্রিয় নেতাদের নিয়ে প্রবীন ও নবীনদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যে তালিকা করছে দলটি। পাশাপাশি হঠাৎ করে রাজনীতিতে সক্রিয় নেতাদের উপরও রয়েছে নজরদারী। দলটির সর্বোচ্চ নেতার নির্দেশ মত শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের চূড়ান্ত প্রক্রিয়া চলছে।
জেলা বিএনপির একাধিক প্রভাবশালী নেতা জানান, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর কমিটির পর বর্তমান কমিটির তৎপরতা খুবই প্রশংসনীয়। মধ্যখানে দলটি যে সিন্ডিকেটে আবদ্ধ হয়েছিল বিগত কাউন্সিলের মাধ্যমে সেই সিন্ডিকেট থেকে বেরিয়ে এসেছে। অতিতের তুলনায় এখন জেলা বিএনপি অনেকটাই সুসংগঠিত।
সার্বিক বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী আজকের সিলেট ডটকমকে বলেন, কাউন্সিলের পর বন্যায় কারণে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারি নি। এখন চলছে নিয়মিত আন্দোলন কর্মসূচি। চলমান আন্দোলনের মধ্যেও আমাদের কমিটি গঠনের চুড়ান্ত প্রক্রিয়া চলছে। অতি শীঘ্রই রাজপথে সক্রিয়দের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সিলেট জেলা বিএনপির সম্মেলন হয়। এতে কাউন্সিলরদের ভোটে আবুল কাহের চৌধুরী শামীম সভাপতি ও আলী আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ২০১৯ সালের ২ অক্টোবর কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি দেওয়া হয়। কামরুল হুদা জায়গীরদারকে করা হয় আহ্বায়ক। তিন মাসের মধ্যে এই কমিটিকে সম্মেলন আয়োজনের নির্দেশনা দিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই কমিটি সম্মেলন আয়োজনে প্রায় আড়াই বছর লাগিয়ে দেয়। এসময়েই দলটির নেতাকর্মীরা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। বর্তমান কমিটি গঠনের পর তারা আবারো সক্রিয় হয়ে উঠেছেন রাজপথে। সৌজন্যঃ আজকের সিলেট