প্রবাস

আমেরিকায় ক্যারম টুর্নামেন্ট জিতে আড়াই হাজার ডলার জিতলেন সিলেটের জুনেল ও সেলিম জুটি

২৬ সেপ্টেম্বর সোমবার বাফেলো নিউইয়র্ক কর্তৃক আয়োজিত আমেরিকার ৩ টি ষ্ট্যাট যথাক্রমে নিউইয়র্ক, ফিলোডেল্ফিয়া, মিশিগানের মধ্যকার “Buffalo ক্যারম বোর্ড টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় ৩ টি ষ্ট্যাটের মোট ৩২ টি টীমের মোট ৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতাটির ফাইনাল খেলেন বাফেলো নিউইয়র্কের জুনেল- সেলিম জুটি বনাম মিশিগানের ওয়াহিদ -শিবলু। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বাফেলো নিউইয়র্কের জুনেল-সেলিম জুটি বিজয়ী হন।

বাফেলোর বেইলি রোডস্থ “বাংলাদেশ প্লাজা” য় অনুষ্ঠিত এ খেলায় বাফেলো সিটির একাধিক কাউন্সিল ম্যান ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ভিজিট করেন।আমেরিকার বাংগালী কমিউনিটির মধ্যে অত্যন্ত জনপ্রিয় এ খেলাটি ২৬ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে এবং পরদিন সকাল ৬.৩০ মিনিটে এর পরিসমাপ্তি ঘটে।

এই টুর্ণামেন্টে পুরস্কার হিসেবে ছিল প্রথম পুরস্কার ২৫০০ ডলার ও ক্রেষ্ট,২য় পুরস্কার ১৫০০ ডলার ও ক্রেষ্ট, ৩য় পুরস্কার ১০০০ ডলার, চতুর্থ পুরস্কার ৫০০ ডলার।

Back to top button