প্রবাস

যুক্তরাষ্ট্রের ক্রিকেট কমিটিতে বাংলাদেশি প্রিন্স

জাতীয় দলের সাবেক পেসার ও সাবেক নির্বাচক গোলাম নওশের প্রিন্স যুক্তরাষ্ট্রের ক্রিকেট কমিটিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ক্রিকেট কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। সেখানে তারা উল্লেখ করে, ‘আনন্দের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে, মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড আপনাকে একজন সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেছ। একজন সাবেক বাংলাদেশি ক্রিকেটার এবং নির্বাচক কমিটির সাবেক একজন সদস্য হিসেবে আপনি আপনার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেট এবং বোর্ডকে সহায়তা করবেন বলে আমরা আশা করি।’

খেলা থেকে অবসর নেওয়ার পর বাঁহাতি এই দ্রুত গতিসম্পন্ন পেসার বিসিবির নির্বাচক কমিটিতে অনেক দিন দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বসবাস করতে থাকেন টেক্সাসে। সেখানে তিনি ক্রিকেট নিয়ে কাজ করে যাচ্ছিলেন। তারেই মূল্যায়ন পেলেন এই নিয়োগের মাধ্যমে। ঢাকাপ্রকাশ-কে গোলাম নওশের প্রিন্স বলেন, ‘যুক্তারাষ্ট্রে ক্রিকেট দিন দিন প্রসার লাভ করছে। বিশেষ করে টেক্সাসে। আমি এখানে আসার পর ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলাম। খুবই ভালো লাগছে এখানে কাজ করার সুযোগ পেয়ে।’

গোলাম নওশের প্রিন্স বাংলাদেশের হয়ে ৯টি একদিনের ম্যাচ খেলেছিলেন। উইকেট নিয়েছিলেন ৮টি। বাংলাদেশের হয়ে প্রথম বলটি তিনিই করেছিলেন ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে। বিসিবির নির্বাচক থাকাকালীন তাদের কমিটির মাধ্যমেই আবিষ্কার হয়েছিলেন আজকের সাবকব-মুশফিক-তামিমরা।

Back to top button