হাসছেন অপু বিশ্বাস, কাঁদলেন বুবলী!

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় আসেন শবনম ইয়াসমিন বুবলী। এই নায়িকার ক্যারিয়ারের শুরু থেকে কিং খানের সাথে প্রেম ও পরবর্তীতে বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দেয় এই নায়িকার বেবি বাম্পের ছবি।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বুবলী ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন। যে ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘মি উইথ মাই লাইফ।’ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা’।
এর কিছুক্ষণ পর গণমাধ্যমের সাথে কথা বলেন বুবলী। এসময় বুবলীকে ভীষণ বিমর্ষ দেখাচ্ছিল। সেসময় তিনি বলেন, ‘আমি কিছুদিন সময় চাই। তবে এটুকু বলব, আমি মুসলিম, আমাদের সবকিছু সামাজিকভাবে হয়েছে।’
অপরদিকে একই দিন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের ছিল জন্মদিন। নিজের ফেসবুকে পোস্ট করে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানায় শাকিব।
এদিন রাতে নিজের ফেসবুকে ছেলের জন্মদিনের কিছু ছবি পোস্ট করেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। সেখানে অপু-জয়ের সাথে দেখা যায় শাকিব খানকেও। ছবিতে অপু বেশ খোশ মেজাজে ধরা দেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
শাকিবের ছেলের জন্মদিনে বুবলীর বেবি বাম্পের ছবি পোস্ট করা নিয়ে চর্চা হচ্ছে মিডিয়া পাড়ায়া। তবে এই নায়িকার সন্তানের বাবা কে তা এখনো জানা যায়নি।