ধাপে ধাপে ১০ হাজার কর্মী যাবে মালয়েশিয়ায়

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী। চলতি সপ্তাহ থেকে দেশটিতে বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হবে। সরকার থেকে সরকার চুক্তির অধীনে এ নিয়োগ হচ্ছে। এই নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির কোনো সম্পর্ক নেই।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিদেশি শ্রম গ্রহণ ত্বরান্বিত করার লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশ সরকারের অধীনে এ নিয়োগ হচ্ছে।
মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল, অপারেশন্স ইনচার্জ খায়ের রজমান মোহাম্মদ আনোয়ার এক বিবৃতিতে বলেছেন, এককালীন শ্রম গ্রহণের জন্য সরকার থেকে সরকার চুক্তির অধীনে এ কর্মী মালয়েশিয়ায় আসবে।
এর আগে মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন (এমইএফ) এবং মালয়েশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশন একটি সার্কুলার জারি করে।
সার্কুলার অনুসারে, ১০ হাজার কর্মীদের মধ্যে চার হাজার ২০০ জন এখনও নিয়োগ প্রক্রিয়ায় রয়েছেন।
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে কাজ করছে সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বুয়েসেল)।