আন্তর্জাতিক

অভ্যুত্থান গুজবের পর প্রকাশ্যে শি জিনপিং

অভ্যুত্থানের গুজবের পর প্রকাশ্যে এলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ খবর সম্প্রচার করে।

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনে সামরিক অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়ে। তাতে বলা হয়, প্রেসিডেন্টকে করা হয়েছে গৃহবন্দি। কিন্তু রাজধানী বেইজিংয়ের একটি প্রদর্শনীতে মঙ্গলবার বেশ হাস্যজ্জ্বল অবস্থায় দেখা যায় শি জিনপিংকে। ছিলো না স্বাস্থ্যগত কোনো জটিলতাও।

চলতি মাসেই, উজবেকিস্তানে রাষ্ট্রীয় সফরে যান তিনি। সেখান থেকে ফেরার পর এটাই তার প্রথম প্রকাশ্যে আসা। আগামী মাসে, চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হবে। প্রতি পাঁচ বছর পরপর সেই আয়োজনে নির্বাচিত হন দলীয় নেতা। ধারণা করা হচ্ছে, আসন্ন কংগ্রেসে শি জিনপিং টানা তৃতীয়বার দলের নেতা নির্বাচিত হবেন।

Back to top button