আন্তর্জাতিক
সৌদির প্রথম প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক রাজকীয় আদেশে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
রাজ পরিবার শাসিত সৌদি আরবে এই প্রথম প্রধানমন্ত্রী পদ চালু হলো। পুত্র মোহাম্মদ বিন সালমানকে দিয়েই এ পদের শুভ যাত্রা করলেন বাদশাহ সালমান।
রাজ পরিবার শাসিত সৌদি আরবে পদাধিকার বলে বাদশাহই মন্ত্রি সভার প্রধান ও প্রধানমন্ত্রী থাকছিলেন এতদিন। তবে সেই চর্চায় পরিবর্তন ঘটিয়ে পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী পদে বসালেন বাদশাহ সালমান।