সুনামগঞ্জ

সুনামগঞ্জে র‌্যাবের স্থায়ী ক্যাম্প উদ্বোধন

নিউজ ডেস্ক- সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের স্থায়ী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ভার্চুয়ালি র‌্যাব ৯ এর আওতাধীন সিপিসি ৩ ক্যাম্পের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে র‌্যাব ডিজি বলেন, দুর্গম হাওড় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সুনামগঞ্জে স্থায়ী র‌্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছে। জেলার ১১টি উপজেলার বাসিন্দারা র‌্যাব ক্যাম্পের সেবা পাবেন। বর্তমান সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হিসেবে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোমিনুল হকের সভাপতিত্বে ও র‌্যাব ৯ সিপিসি ৩ এর অধিনায়ক কমান্ডার সিঞ্চন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা, ব্যাটালিয়ন সদর দপ্তর কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান, অপারেশন কর্মকর্তা সিনিয়র এএসপি সৌমেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ। পরে কেক কেটে নতুন ক্যাম্প উদ্বোধন করেন অতিথিরা।

Back to top button