সিলেট

এক রাতে সিলেটের ৩ দোকানে চুরি

নিউজ ডেস্ক- সিলেট মহানগরীর জিন্দাবাজারস্থ আল মারজান শপিং সেন্টারের ৩ ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এক রাতে ভেন্টিলেটর কেটে তিন দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীরা হতবাক।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন আল মারজান শপিং সেন্টারের ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আবদুর রহিম।

তিনি বলেন- ‘আমাদের মার্কেটের বন্ধু স্ন্যাকস নামের একটি চায়ের দোকান থেকে বেশ কিছু টাকা ও মালামাল বেন্ডিল কেটে নিয়ে গেছে চুর। এছাড়াও আমাদের মার্কেটের এক দোকান কর্মচারীর নগদ ৩ হাজার টাকাসহ একটি মোবাইল এবং অপর আরেকটি কোম্পানির প্রায় ৪০-৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র। এতে প্রায় ১ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।’

এ ব্যাপারে মার্কেটের একটি দোকানের ক্ষতিগ্রস্ত হওয়া কর্মচারী রুহি দাস বলেন- ‘পূজার কারণে আমরা গভীররাত পর্যন্ত কাজ করি। কাজ শেষে রাত ৪ টার দিকে আমি গোসল করে ঘুমিয়ে যাই। সকালে উঠে দেখি ১২ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট ফোন (মোবাইল) আর নগদ ৩ হাজার টাকা নেই। এ ঘটনায় আমি থানায় জিডি করেছি।’

চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি কোম্পানি রিসিপসন ম্যানেজার জয়া বলেন- ‘আমি সোমবার সন্ধ্যা ৬টায় অফিস বন্ধ করে বাসায় যাই। পরদিন মঙ্গলবার অফিসে এসে চাবি দিয়ে অফিস খুলতে চাহিলে সাটার খুলছে না। এসময় পার্শ্ববর্তী ব্যবসায়ীরা এসে কোনো এক ফাঁক দিয়ে দেখেন ভেতরে থাকা জিনিসপত্র এলোমেলো। পরবর্তীতে আমরা শাটারের নাট খুলে ভেতরে প্রবেশ করে দেখি প্রায় ৪০-৫০ হাজার টাকার মালামাল খোয়া গেছে।’

বন্ধু স্ন্যাকসের মালিক জয়নাল মিয়া বলেন- ‘আমি সোমবার রাত সাড়ে এগারোটায় দোকান লাগিয়ে বাসায় যাই। পরদিন সকালে এসে দোকান খুলে দেখি সবকিছু এলোমেলো। বেন্ডিল কেটে আমার দোকানের ব্যাংকে থাকা প্রায় ২০-৩০ হাজার টাকাসহ নগদ আরও ৫ হাজার টাকা ও বেশকিছু মালামাল নেই। আবার অনেক মালামাল এলোমেলো। আমি নগদ টাকা ও মালামাল হারিয়ে দিশেহারা।’

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন-‘ এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

Back to top button