সিলেটে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক- দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে অনুষ্ঠিত হয়। মিছিল-পরবর্তী সমাবেশের আয়োজন করা হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কলেজ ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহ্’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ্।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য আবু তালহা মিজান, জায়েদ আহমদ, ওমর ফারুক জেমস্, আব্দুস সামাদ রবিন, নুরুল ইসলাম রিয়াজ, রাজু আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা কাজী রয়েল, সাব্বির, মাসুম, নাঈম, নাদিম, হুসেন, আকাশ, সাজু, সাহাদ, রাজু, রাজু মালাকার, মাহি, ওয়াহিদ, আবুল, এমাদ, হোসেন, কামরান, সাব্বির ও সুলতান প্রমুখ।
রেজান আহমদ শাহ্ বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে থেকে প্রতিহত করা হবে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত ছিল বিক্ষোভস্থল।