বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে জাল টাকা সহ পুলিশের খাঁচায় সুনাম উদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলায় পঁচাশি হাজার টাকার জাল নোট সহ সুনাম উদ্দিন (৬০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায় এ সময় আটককৃত সুনাম উদ্দিনের কাছ থেকে পাচঁশত টাকার জাল নোটের দুইটি বান্ডেল একটির মধ্যে ৯৬ টি ও অপর একটি বান্ডেলে ৭৪ টি পাচঁশত টাকার জাল নোট সহ সর্বমোট পচাশিঁ হাজার টাকার কথিত জাল নোট পাওয়া গেছে। আটক সুনাম উদ্দিন উপজেলার বাহাদুরপুর বাঘ পচন্ড খা গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় সাংবাদিকদের বলেন,মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা অভিযান চালিয়ে জাল টাকা সহ সুনাম উদ্দিন নামের যুবকে আটক করি। আসামির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় এসআই/মোস্তাক আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন। আমাদের এ অভিযান সিলেটের পুলিশ সুপারের নির্দেশে অব্যাহত থাকবে।

Back to top button