সুনামগঞ্জ

সুনামগঞ্জে ধর্মপাশায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

নিউজ ডেস্ক- সুনামগঞ্জের ধর্মপাশায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে বসির মিয়া (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত বসির উপজেলা সদরের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে ধর্মপাশা পূর্ব বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে মেউহারি গ্রামের সামনের সড়কে যান। ওইদিন দুপুর ১২টার দিকে যাত্রী ছাড়া অটোরিকশাটি নিয়ে ফেরার পথে মেউহারী সড়কের মোড়ে এলে তার অটোরিকশাটি সড়কের গর্তে পড়ে গিয়ে উল্টে যায়।

এসময় ওই চালক সড়কের নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাৎক্ষনিকভাবে তাকে সেখান থেকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু ।

Back to top button