সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতিকে অব্যাহতির প্রতিবাদ

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় সোমবার তাকে অব্যাহিত দেয় জেলা আওয়ামী লীগের একাংশ। এই অব্যাহতি প্রদানকে অগঠনতান্ত্রিক ও এখতিয়ার বহির্ভূত দাবি করে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পাল্টা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন মুকুট।

এসময় উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সিতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, সদস্য অমল কর, কল্লোল তালুকদার চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে-সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

Back to top button