আন্তর্জাতিক
লন্ডনের হোটেলে যে ঘটনার শিকার ভারতীয় নারী ক্রিকেটার

ইংল্যান্ডের রাজধানী লন্ডনের একটি হোটেলে চুরির শিকার হয়েছেন ভারতীয় নারী ক্রিকেটার তানিয়া ভাটিয়া। এক টুইট বার্তায় তানিয়া নিজেই এই দাবি করেছেন।
টুইটারে তিনি লিখেছেন, ‘ম্যারিয়ট হোটেল লন্ডন মাইডা ভেল ম্যানেজমেন্টের আচরণে আমি স্তম্ভিত ও হতাশ। কেউ একজন আমার রুমে ঢুকে টাকা, কার্ড, ঘড়ি ও গহনাসহ আমার ব্যাগ নিয়ে গেছে। ভারতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবেই আমি হোটেলটিতে ছিলাম। বড্ড অনিরাপদ।’
ইংল্যান্ড নারী ক্রিকেটর দলের বিপক্ষে দারুণ একটি ওয়ানডে সিরিজ শেষ করেছে ভারত। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে ভারতের নারীরা। তানিয়া ওই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি ম্যাচও খেলার সুযোগ পাননি।
ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ তানিয়াকে টুইট করে জানিয়েছে যে, বিস্তারিত তথ্য ইমেইল মারফত পাঠাতে। তারা যথাযথ ব্যবস্থা নেবে।
সূত্র: এনডিটিভি