সুনামগঞ্জ

গোয়াইনঘাটে শিশুকে নির্যাতন চেষ্ঠার অভিযোগ যুবকের বিরুদ্ধে!

নিউজ ডেস্ক- গোয়াইনঘাটের জাফলংয়ে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতন চেষ্টার অভিযোগে রুবেল মিয়াকে আটক করা হয়েছে। সে উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। সোমবার সকালে শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

জানা যায়, স্থানীয় উসমান মিয়ার মার্কেটে মুদি দোকান পরিচালনা করেন ধৃত রুবেল। রোববার বিকেলে তার দোকানে স্থানীয় গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী খাদ্য সামগ্রী কিনতে যায়। এ সময় দোকানে অন্যকোন লোকজন না থাকায় সে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে যায়। তখন শিশুটির আর্তচিৎকারে রাস্তার পাশের লোকজন এগিয়ে এসে শিশুকে উদ্ধার এবং রুবেলকে আটক করে। খবর পেয়ে থানার এএসআই মশিউর রহমান ঘটনাস্থলে গিয়ে রুবেলকে আটক করে থানা হাজতে নিয়ে যায়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, ধৃত রুবেলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার লিখিত অভিযোগ দিয়েছে শিশুটির পরিবার। এর প্রেক্ষিতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Back to top button