ব্যাডমিন্টনে ফের আন্তর্জাতিক অঙ্গনে কোচ হলেন সিলেটের শিব্বির

সিলেটঃ জাতীয় কোচ হিসেবে দারুণ সব সফলতা পেয়েছেন সিলেটের শিব্বির আহমদ। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কোচ হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলছেন সিলেটের এই কৃতিসন্তান। সম্প্রতি ব্যাডমিন্টনে ফের আন্তর্জাতিক অঙ্গনে কোচ হিসেবে টিম নিয়ে ভারতে যাচ্ছেন শিব্বির।
বাংলাদেশ জুনিয়র ব্যাডমিন্টন অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৫ দল নিয়ে এবার ‘দক্ষিণ এশিয়া অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৫ রিজিওনাল জুনিয়র চ্যাম্পিয়নশিপ ২০২২’ টুর্নামেন্টে কোচিং করবেন তিনি। এই টুর্নামেন্টি ভারতের ব্যাডমিন্টন সংস্থা আয়োজন করছে।
শিব্বির সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি সুনামপুরে মৃত হাজী ইর্শাদ আলী’র ছেলে। ১৯৯০ সাল থেকে ব্যাডমিন্টন খেলা স্থানীয় পর্যায়ে শুরু করে জাতীয় পর্যায়ে খেলেন। এছাড়াও তিনি জেলা ব্যাডমিন্টন কমিটির সদস্য এবং সিলেট ব্যাডমিন্টন একাডেমীর পরিচালক। ২০১৯ ও ২০ সালের বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশন বিভিন্ন অঞ্চলে কোচ হিসেবে দায়িত্ব পালন কররেন। বাংলাদেশ ওপেন আর্ন্তজাতিক টুনামেন্টের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।