বিপিএলে গোলাপগঞ্জের সারওয়ার চৌধুরীর হাতে সিলেট, অধিনায়ক মাশরাফী

কাইয়ুম আল রনি:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে আগামি আসর শুরু হতে আর বেশি বাকী নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে। বোর্ড জানিয়েছে, সিলেটের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছে ফিউচার বাংলাদেশ লিমিটেডকে।
ফিউচার স্পোর্টস বাংলাদেশ কোম্পানীর হয়ে সিলেটের ফ্র্যাঞ্চাইজি কিনেছেন আমেরিকা প্রবাসী সিলেটী ব্যবসায়ী সারওয়ার চৌধুরী। গোলাপগঞ্জের রনকেলী গ্রামের বাসিন্দা। সিলেটের লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র আমেরিকায় পুরো দস্তুুর একজন ক্রীড়া সংগঠক, ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের কর্ণধার তিনি।
নিউইয়র্কে বিপিএল আয়োজনেও আছেন তিনি। নিউইয়র্কে নিউইয়র্ক-বাংলাদেশ ক্রিকেট লিগেরও আয়োজক তিনি। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এসব লিগে খেলেন বাংলাদেশীসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা। মিশিগানের মটরসিটি লিগও আয়োজন করেন এই ক্রীড়া সংগঠক। নিউইয়র্ক-বাংলাদেশ ক্রিকেট লিগের প্রেসিডেন্টের দায়িত্ব ছিলেন টানা সাত বছর। নিজেও খেলেছেন দীর্ঘ দিন। ২০১৪ সাল থেকে আছেন সংগঠকের ভূমিকায়। আমেরিকার বাংলাদেশ টাইগার্স দলের কর্ণধার সারওয়ার চৌধুরী। সুলতান সিলেট ও সুরমা ক্রিকেট ক্লাবের মালিক এই ক্রীড়া সংগঠক। এবার তিনি আসছেন বাংলাদেশের ক্রিকেটে।
রেষ্টুরেন্ট, আবাসন, ঔষধসহ নানা ব্যবস্য বাণিজ্য আছে সারওয়ারের। সিলেটের নামে ফ্র্যাঞ্চাইজি নিতে এবার তিনিই এগিয়ে এলেন। সিলেট ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব থাকছেন মাশরাফী বিন মোর্ত্তজার হাতে। সারওয়ার চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেটের লগোও শেয়ার করেছেন। জানিয়েছেন, অধিনায়ক হিসিবে মশারাফীকে চান তারা। ‘আইকন’ ক্যাটাগরিতে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে নিয়েছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি।
বিসিবি আগামি তিন বছরের জন্য এই আমেরিকা প্রবাসীর মালিকানাধীন কোম্পানীকে দিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজির স্বত্ব। এবার হয়তো আশায় বুক বাধতেই পারেন সিলেটের ক্রীড়া প্রেমীরা। চার/ছক্কার ক্রিকেটে ভাগ্য বদলাতে পারে সিলেটের ফ্র্যাঞ্চাইজির। ভালো মানের দল গঠণ হবে, মাঠের লড়াইয়েও আধিপত্য দেখাবে সিলেট, এমন প্রত্যাশা তাদের।
এর আগে কেবল একবারই বিপিএলে সিলেটীদের মালিকানায় অংশ নিয়েছিলো সিলেট ফ্র্যাঞ্চাইজি। সিলেন সিক্সার্স ডেভিড ওয়ার্নারের মতো তারকা এনেও সাফল্যের দেখা পায়নি। সাবেক মরহুম অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে সাহেদ মুহিতের মালিকানায় অংশ নিয়েছিলো সিলেট সিক্সার্স।
সবশেষ মৌসুমে সিলেট সানরাইজার্স নামে সিলেটের ফ্র্যাঞ্চাইজি কিনে নেয় চট্টগ্রামের ব্যসায়ী গ্রুপ প্রগতি অটো রাইস মিল। ফলাফল, পয়েন্ট টেবিলের তলানির দল। সঙ্গে আরো নানা বিতর্ক। বিপিএলে সিলেটের দল মানেই যেনো আলোচনা-সমালোচনার খোরাক, তলানির দল হওয়া। সৌজন্যঃ এসএনপিস্পোর্টস