সুনামগঞ্জ

তাহিরপুরে শিক্ষকের উপর ছাত্রের হামলা, শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন!

নিউজ ডেস্ক- সুনামগঞ্জের তাহিরপুরে শিক্ষকের উপর হামলাকারী ছাত্রকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র অভিভাবকরা ফুঁসে উঠেছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পৃথক স্থানে উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন- বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়, চাঁনপুর উচ্চ বিদ্যালয়, ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজে, এম.এ. জাহের উচ্চ বিদ্যালয়, বাগলী উচ্চ বিদ্যালয় সহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

এসএসসি পরীক্ষা শেষে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- বাদাঘাট সরকারি ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ জুনাব আলী, ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প মাধ্যমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. খায়রুল আলম, লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইউম, হাজী এম. এ. জাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোর্শেদ, বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়, চানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, আলহাজ্ব জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার তালুকদার, ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ.ফ.ম মোম্তাকিম আলী পীর, মাওলানা শাজাহান আহমদ প্রমুখ।

মানববন্ধনে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু বলেন- শিক্ষকরা হলো দেশ ও জাতি গড়ার প্রধান কারিগর। অথচ আজ আমরাই ছাত্রের হামলার শিকার হচ্ছি। এরচেয়ে লজ্জা আর শরমের কি হতে পারে। বখাটে ছাত্র আল ইদ্রিসের হামার শিকার হয়ে একজন শিক্ষক গুরুতর আহত হয়ে সিলেটের একটি হাসপাতালে সিসিইউ-তে ভর্তি আছেন এবং অপর শিক্ষক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ন্যক্কার জনক ঘটনাটি তাহিরপুরের জন্য কলঙ্কিত অধ্যায়।তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছেন শিক্ষকের উপর হামলাকারী বখাটে ছাত্র আল ইদ্রিস সহ তার সঙ্গীদের দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য ।

প্রসঙ্গত- বুধবার রাত ৯ টার দিকে ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের বাংলা প্রভাষক মোখলেসুর রহমান ও সহকারী শিক্ষক মুর্তজা আলী ট্যাকেরঘাট বাজার থেকে বাসায় ফেরার পথে একই কলেজের একাদশ শ্রেণির ছাত্র আল ইদ্রিসসহ তার সঙ্গীরা তাদের উপর অতর্কিত হামলা করে আহত করে।

Back to top button