সিলেট

সিলেটে পাসপোর্টে জটিলতা ও হয়রানি লাঘবে মতবিনিময় মঙ্গলবার

নিউজ ডেস্ক- সিলেটে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা-হয়রানি, পাসপোর্ট সেবা সহজীকরণ করতে মতবিনিময় সভার আহ্বান করেছে বিভাগীয় প্রশাসন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে (ভবন-২) এ সভা অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগীয় প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার অনুপমা দাস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা-হয়রানি, পাসপোর্ট সেবা সহজীকরণ করতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

এতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিনিয়র সহকারি কমিশনার অনুপমা দাস।

Back to top button