সিলেটে বসে আমেরিকার ভিসা জালিয়াতি!
নিউজ ডেস্ক- অফিসে করেছেন চোখজুড়ানো ডিজাইনে। মানুষকে আকৃষ্ট করতে রেখেছেন একাধিক নারী কর্মকর্তা। এসবের আড়ালে করছেন যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতি।
তবে পার পাননি ওই ‘প্রতারক’। আটকা পড়েছেন পুলিশের জালে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সিলেট মহানগরীর জেল রোড পয়েন্টস্থ সিলকো টাওয়ারের ‘এডুকেশন কেয়ার’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল নোমান (৩৬) নামের একজনকে গ্রেফতার করেছে সিলেট কোতোয়ালি থানাপুলিশ।
নোমান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ‘এডুকেশন কেয়ার’র প্রতিষ্ঠাতা ও পরিচালক বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সিলেটভিউ-কে জানান, সিলেটের ‘এডুকেশন কেয়ার’ নামক এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমেরিকান দূতাবাস ভিসা জালিয়াতির কেস দায়ের করেছে। এরই প্রেক্ষিতে নোমান নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছি আমরা। তার বাড়ি সিলেটের সিলেটের ফেঞ্চুগঞ্জে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।