সিলেট

সিলেটে বন্যা: সড়ক সংস্কারে মিলেছে এক-চতুর্থাংশেরও কম বরাদ্দ

নিউজ ডেস্ক- স্মরণকলের ভয়াবহ বন্যায় সিলেট অঞ্চলে ক্ষতিগ্রস্ত হওয়া সড়ক সংস্কারে অর্থ বরাদ্দ এসেছে। নগরীর ৪১৮ কোটি টাকা চাহিদার বিপরীতে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র দুই কোটি টাকা। আর চার জেলার সড়ক সংস্কারে সাড়ে তিন হাজার কোটি টাকার বিপরীতে এসেছে সাড়ে ৮০০ কোটি টাকার মতো। এলজিইডির সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ পাওয়ার অপেক্ষায় সংশ্লিষ্টরা।

দু-দফার ভয়াবহ বন্যায় বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ে সিলেট বিভাগের সড়ক অবকাঠামো। দুই হাজার কিলোমিটারেরও বেশি সড়ক ও মহাসড়ক তছনছ হয়ে যায়।

সিলেট নগরীর ১২৭ কিলোমিটার সড়ক ভেঙে যাওয়ায় সংস্কারে চাওয়া হয় ৪১৮ কোটি টাকা। তবে জরুরি ভিত্তিতে বরাদ্দ দেয়া হয়েছে মাত্র দুই কোটি টাকা।

সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী আকবর বলেন, বরাদ্দ পাওয়া টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত প্রধান প্রধান সড়ক মেরামত করা হবে। বৃষ্টি কমলে কাজ শুরু হবে।

বিভাগের চার জেলায় এলজিইডির ১ হাজার ৬২৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য এরই মধ্যে সোয়া ২০০ কোটি টাকা বরাদ্দ এসেছে। তবে, আশার কথা, এডিবির অর্থায়নে বন্যা-উত্তর পল্লি সড়ক অবকাঠামো প্রকল্পের আওতায় সড়ক সংস্কারে সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ শিগগিরই আসবে।

সিলেটের এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. ইনামুল কবীর বলেন, ‘সরকারের এ বিষয়ে সদিচ্ছা আছে। আমার মনে হয়, এটার অনুমোদন শিগগিরই হবে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত কাজ দ্রুতই শুরু করা হবে।’

সড়ক ও জনপথ অধিদফতরের ৪০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামতে ৮০০ কোটি টাকা লাগবে। ৭০০ কোটি টাকা এরই মধ্যে বরাদ্দ পাওয়া গেছে বলে জানান সিলেট অঞ্চলের সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত।

সিলেট অঞ্চলে প্রায় প্রতিদিন বৃষ্টি হওয়ায় সড়ক সংস্কার কাজে বিলম্ব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Back to top button