কমলগঞ্জে অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কমলগঞ্জে অনিয়মের দায়ে ৩ প্রসাধনীর প্রতিষ্টানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার।
রোববার (২৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে ও র্যা-৯ এর একটি টিমের সহায়তায় জেলার কমলগঞ্জ উপজেলার প্রসাধনীর প্রতিষ্টানে অভিযান পরিচালনা করা হয়।
কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রোড, শ্রীমঙ্গল রোড, শমসেরনগর বাজারসহ বিভিন্ন স্থানে প্রসাধনী বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিদেশী প্রসাধনীতে নিজেরা মূল্য লেখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, প্যাকেটজাত প্রসাধনী গাঁয়ে টিক লেখে সিরিয়াল নম্বর বলে প্রতারিত করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ রোডে অবস্থিত সিকদার ডিপাটমেন্টাল ষ্টোরকে ১০ হাজার টাকা, শমসেরনগর বাজারে অবস্থিত জিহাদ ফ্যাশনকে ৮ হাজার টাকা, মা কসমেট্রিক্সকে ৩ হাজার টাকাসহ ৩টি প্রতিষ্টানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।