সিলেটে ছাদ থেকে পড়ে যুবলীগ নেতার মৃত্যু
টাইমস ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমায় ছাদ থেকে পড়ে আনোয়ারুল আলম (৪৬) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বদরকান্দি ইউনিয়নের গালিমপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় ৩ তলা ভবনের ছাদে পাইপ ঠিক করতে যান আনোয়ারুল আলম। তখন পা ফসকে ছাদ থেকে তিনি নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত আনোয়ারুল যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জানতে পেরেছি। তিনি বাড়ির ছাদে পাইপ ঠিক করতে গিয়ে পা ফসকে নীচে পড়ে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। যেহেতু কোনো অভিযোগ নেই তাই নিহতের মরদেহ স্বজনদের কাছে বিনা ময়না তদন্তে দেওয়ার প্রক্রিয়া চলছে।