হবিগঞ্জ

মাধবপুরে সংঘর্ষে ওসিসহ ১০ পুলিশ সদস্য আহত, কারাগারে ৩

নিউজ ডেস্ক- হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে দুই বিএনপি নেতার আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ থামাতে গিয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছে।

এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আরজু মিয়া মেম্বার, বিএনপি নেতা ব্যবসায়ী মহিবউল্লা ও যুবদল নেতা জসিম উদ্দিন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সহ সভাপতি আরজু মিয়া মেম্বার ও উপজেলা যুবদল সভাপতি এনায়েত উল্লার মধ্যে গ্রামে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ সংঘর্ষ থামাতে গেলে মাধ্বপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, এসআই রাজিব রায়, মনিরুল হক মুন্সি, তরিকুল ইসলাম, এএসআই জাহাঙ্গীর ও ৫ কনষ্টেবলসহ ১০ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম বাদি হয়ে রোববার সকালে বিএনপি নেতা আরজু মিয়া মেম্বারকে প্রধান আসামী করে ৮০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনের নামে মামলা দায়ের করা হয়।

পুলিশ বেজুড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

Back to top button