সিলেট

সিলেট জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ৭ প্রার্থী

নিউজ ডেস্ক- সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নিজেদের প্রার্থীরা প্রত্যাহার করে নিয়েছেন ৭ জন সদস্য পদপ্রার্থী।

রোববার (২৫ সেপ্টেম্বর) এই ৭ জনের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।

প্রত্যাহার করা সদস্য পদপ্রার্থীরা হলেন- ২নং সাধারণ ওয়ার্ডের জাকিরুল ইসলাম লায়েক, ৭নং সাধারণ ওয়ার্ডের আবু সুফিয়ান, ৯নং সাধারণ ওয়ার্ডের মো. আব্দুর রশিদ, ১০নং সাধারণ ওয়ার্ডের সুভাষ চন্দ্র পাল, ১২নং সাধারণ ওয়ার্ডের শাহীন আহমদ ও ১৩নং সাধারণ ওয়ার্ডের মো. তাজ উদ্দিন।

নির্বাচনের তফসিল অনুযায়ী সোমবার ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে।

উল্লেখ্য যে- সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

Back to top button