সারাদেশ

রোগীর পেটে কাঁচি রেখে সেলাই, কারাগারে চিকিৎসক

নিউজ ডেস্ক- অস্ত্রোপচারের পর রোগীর পেটে কাঁচি রেখে সেলাই দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায়, মেহেরপুরের গাংনী উপজেলায় ডা. পারভিয়াস হোসেন রাজার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারিক হাসান এ রায় দেন।

অভিযুক্ত ব্যক্তির নাম ডা. পারভিয়াস হোসেন রাজা। তিনি রাজা ক্লিনিকের স্বত্বাধিকারী।

ভুক্তভোগী ব্যক্তি হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদা হাপানিয়া গ্রামের দিনমজুর আব্দুল হামিদের স্ত্রী বাচেনা খাতুন।

জানা গেছে, ২০০২ সালে বাচেনা খাতুনের পিত্তথলির অস্ত্রোপচার করা হয় গাংনীর রাজা ক্লিনিকে। এ সময় বাচেনা খাতুনের অস্ত্রোপচার করেন ডা. মিজানুর রহমান। একই সঙ্গে তার সহকারী হিসেবে ছিলেন ডা. পারভিয়াস হোসেন রাজা ও অ্যানেস্থেসিয়া করেন ডা. তাপস কুমার। পরে অস্ত্রোপচারের এক সপ্তাহ পর বাচেনাকে প্রেসক্রিপশন দিয়ে ক্লিনিক থেকে ছাড়পত্র দেওয়া হয়। এদিকে পেটের ব্যথা ভালো না হওয়ার কারণে প্রায় ২০ বছর ধরে ঘুরেছেন বিভিন্ন হাসপাতালে।

অবশেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক্স-রে করালে তার পেটে অস্ত্রোপচারকালে ডাক্তারের রেখে দেওয়া কাঁচি পাওয়া যায়। পরে বিষয়টি জানা জানি হলে ডা. রাজা বাচেনাকে চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে অস্ত্রোপচার করান। এ সময় বের করা হয় ২০ বছর আগের রেখে দেওয়া কাঁচি। এরপর বিষয়টি নজরে আসলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসান সপ্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করেন। একই সঙ্গে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অপু সারোয়ারকে ঘটনা তদন্ত করার নির্দেশ দেন। সেই সঙ্গে ঘটনা তদন্তে সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকীকে সার্বিক সহযোগিতা করার জন্য বলা হয়।

এদিকে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও ঘটনা তদন্তে গত ৫ জানুয়ারি গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান লিটনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি ডা. মিজানুর রহমান, ডা. তাপস কুমার ও ডা. পারভিয়াস হোসেন রাজাকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয়। পরে তাদের এ ঘটনায় করা মামলায় আসামি করা হয়।

Back to top button