বড়লেখামৌলভীবাজার
বড়লেখায় ৬৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় ৬৭৮ পিস ইয়াবাসহ শাকিল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোবাবর (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শাকিল সিলেটের জকিগঞ্জ উপজেলার কলছড়া ইউনিয়নের জালালপুর গ্রামের আবু সুফিয়ান খোকনের ছেলে। এ ঘটনায় শাকিলে বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান রোববার বিকেলে বলেন, ৬৭৮ পিস ইয়াবাসহ শাকিল নামে এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।