সারাদেশ
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবি, ২৩ জনের লাশ উদ্ধার
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ২৩ জন নিখোঁজ রয়েছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতরা মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বিস্তারিত আসছে…