সিলেট

সিলেটে পুরুষ হয়ে হিজড়া ছদ্মবেশে থাকতেন যুবক, অবশেষে মিললো লা শ

টাইমস ডেস্কঃ সিলেট নগরীতে নারীর ছদ্মবেশে হিজড়াদের সাথে চলাফেরা করা তুষার মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ সেপ্টেম্বর) নগরের সোবহানীঘাট এলাকার সবজিবাজার সংলগ্ন জায়গা থেকে ভোররাতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তুষার মিয়া ময়মনসিংহ জেলার আবুল হাশেমের ছেলে ও নগরের খাসদবির সাজু মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

সিলেট মহানগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, নিহত তুষার নারীর ছদ্মবেশে তৃতীয় লিঙ্গের লোকজনদের সঙ্গে চলাফেরা করতেন। ভোররাতে ওখানে সেসহ আরও ৩-৪ জন ছিল। ধারণা করা হচ্ছে, তাকে গলায় রশি দিয়ে হত্যা করা হচ্ছে। তাছাড়া ধস্তাধস্তিরও আলামত মিলেছে।

নিহতের বড় ভাই হিমেল আহমদ রাফি বলেন, ‌‌‘আমার ভাই হিজড়া নয়। কিন্তু সে হিজড়াদের সঙ্গে চলাফেরা করত। গতকাল রাত সাড়ে ৯টার দিকে এসে আমার ভাইকে একজন লোক বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা নেই।’

Back to top button