এক্সক্লুসিভ

মায়ের অন্তর্ধানে জড়িত থাকার কথা অস্বীকার মেয়ে মরিয়মের

খুলনায় মায়ের অন্তর্ধানে জড়িত থাকার কথা অস্বীকার করেছে মরিয়ম মান্নান। অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় তিনি সন্তোষ জানিয়েছে পরিবারের সদস্যরা। পিবিআই বলছে, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন রহিমা বেগম। সবাইকে জিজ্ঞাসাবাদের পর আসল রহস্য জানা যাবে।

রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান বলেন, আমার মাকে উদ্ধার করেছে পিবিআই ও দৌলতপুর থানা পুলিশ। এ সংবাদ আমাদের সোনার জন্য, আমার জন্য একটি ভালো সংবাদ। এরচেয়ে খুশির সংবাদ আমাদের জন্য আর নেই। এখন আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই।

খুলনা পিবিআই’র পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রহিমা বেগমকে যখন উদ্ধার করি, তার আগ পর্যন্ত তিনি কুদ্দুস সাহেবের বাসায় ছিলেন। আমি এই বার্তাটিই গণমাধ্যমের মধ্য দিয়ে সবাইকে দিয়ে দিলাম, আল্লাহর রহমতে রহিমা বেগম ভালো আছেন। সবাইকে জিজ্ঞাসাবাদ শেষে আমরা প্রকৃত ঘটনা বুঝতে সমর্থ হবো।

Back to top button