পা দিয়ে ছবি এঁকে প্রথম সেই মোনায়েম
নিউজ ডেস্ক- পা দিয়ে ছবি এঁকে চট্টগ্রাম বিভাগে প্রথম হয়েছে দুই হাত ছাড়া জন্ম নেয়া শিশু মোনায়েম। এছাড়াও মোনায়েমের ছবি প্রধানমন্ত্রীর ঈদ কার্ডেও স্থান করে নিয়েছিলো। পেয়েছে উপহারের ঘরসহ নগদ এক লাখ টাকা।
জানা যায়, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতার। বিভাগীয় পর্যায়ে পা দিয়ে ছবি এঁকে চট্টগ্রাম বিভাগে প্রথম হয়েছে মোনায়েম। সে দাগনভূঞা একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও উপজেলার ইয়াকুপুর ইউনিয়নের এনায়েত নগর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।
চট্টগ্রাম জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, চিত্রাঙ্কন ‘ঘ’ বিভাগে প্রথম হয়েছে দাগনভূঞা একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মোনায়েম। সে দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের শিক্ষার্থী।
দাগনভূঞা ইয়ুথ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক কাজী ইফতেখার বলেন, শিশু মোনায়েমের এমন সফলতায় আমরা আনন্দিত। আমরা আশা করি শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মোনায়েম পড়ালেখা শেষ করে কর্মক্ষেত্রেও সফল হবে। শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, তার উজ্জ্বল উদাহরণ মোনায়েম।
দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঞা বলেন, মোনায়েম বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে জেনে আমরা অনেক খুশি হয়েছি। আমরা আশা করি সে জাতীয় পর্যায়েও সফল হবে।