বিনোদন

মন্ত্রী হতে চান ইলিয়াস কাঞ্চন

নিউজ ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। আর সিনেমার বাইরে নিরাপদ সড়ক আন্দোলনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় তিনি। মাঝে মাঝে নিরাপদ সড়ক নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। এবার রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা প্রশ্নে মুখ খুলেছেন এই অভিনেতা।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজনৈতিক ভাবনা ও আকাঙ্ক্ষা প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চনের সংসদ সদস্য (এমপি) হওয়ার আগ্রহ রয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতীয় রাজনীতিতে যারা যুক্ত আছেন তারা কী করতে পেরেছেন? একজন এমপি হয়ে কী করতে পারব আমি? এটা আমার ভাবনায় রয়েছে। তবে শুধু এমপি হওয়ার জন্য রাজনীতিতে যুক্ত হতে চাই না। যদি কখনো এমন কোনো দায়িত্ব পাই তাহলে পালন করব।

মন্ত্রী করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শুধু মন্ত্রী করলে হবে না। পূর্ণ ক্ষমতা দিতে হবে। অনেক মন্ত্রী রয়েছেন তারা কিন্তু পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারেন না। আমাকে যদি মন্ত্রিত্ব দেয়া হয় তাহলে সেই ক্ষমতা অ্যাপ্লাইয়ের সুযোগ দিতে হবে।

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, অবশ্যই রাজনীতি আসার ইচ্ছা রয়েছে আমার। যা চাই, দেশের মানুষ আমার কাছে যা চায় তা করতে পারছি না। দেখেছি, এই একটা জায়গা রয়েছে। রাজনীতি ছাড়া দেশকে, রাষ্ট্রকে পরিবর্তন করা যায় না। রাজনীতির অবশ্যই প্রয়োজন আছে।

Back to top button