জেলা পরিষদ নির্বাচনে বিনা ভোটে চেয়ারম্যানদের সংখ্যা আরো বাড়তে পারে

ইউনিয়ন পরিষদের (ইউপি) মতো আসন্ন জেলা পরিষদ নির্বাচনেও বিনাভোটে জয়ের হিড়িক পড়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বাছাই শেষে ২২ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে আপিল নিষ্পত্তির সময় চলছে। প্রার্থিতা প্রত্যাহারের সময় আগামী ২৫ সেপ্টেম্বর। তবে সময়ের আগেই কেউ কেউ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর সংখ্যা আরো বাড়তে পারে।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১৬২ জন, বাছাই শেষে বৈধতা পেয়েছেন ১৪২ জন। সাধারণ সদস্য পদে ১ হাজার ৯৮৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন, এদের মধ্যে বৈধতা পেয়েছেন ১ হাজার ৭৪২ জন। আর সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৭১৫ জন, যাদের মধ্যে বৈধতা পেয়েছেন ৬৭৩ জন।
মনোনয়নপত্র দাখিলের সময় চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিলেন ১৯ জেলায়। মনোনয়নপত্র বাছাইয়ের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২ জন।
তফসিল অনুযায়ী- প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।