হবিগঞ্জ

চুনারুঘাটে পুতুল হত্যা, নোয়াখালী থেকে দুই আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত চাঞ্চল্যকর পুতুল মিয়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- গোয়াছপুর গ্রামের মুকছুম আলীর ছেলে লাল মিয়া (৪২) ও বিল্লাল মিয়া (৩৪)।

চুনারুঘাট থানার এসআই অজিত তালুকদার ও এসআই সদরুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী এবং চাটখিল থানায় পৃথক অভিযান পরিচালনা করে দীর্ঘদিন যাবৎ আত্মগোপন করে থাকা আসামিদেরকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য যে, চুনারুঘাট থানার মামলা নম্বর- ৩৮ এজাহার নামীয় ৮ জন আসামির মধ্যে ৪ জন জামিনে আছে। এরমধ্যে ৪ জন পলাতক ছিলেন। তার মাঝে মূল দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯ টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বলেন, ‘দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

Back to top button