হামজা বাংলাদেশের হয়ে খেললে সে হবে সবার রোল মডেল: ওয়াটফোর্ড কোচ
জন্ম ইংল্যান্ডে হলেও ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর শিকড় বাংলাদেশে। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের সাবেক সদস্য হামজার পিতা গ্রানাডিয়ান, কিন্তু মা বাংলাদেশের সিলেটের হবিগঞ্জের মানুষ।
হামজা তার শিকড় ভুলে যাননি। সম্প্রতি তিনি বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছাও পোষণ করেছেন। যা নিয়ে শুরু হয়েছে প্রবল আলোচনা। এবার এই আলোচনায় যোগ দিলেন তার বর্তমান ক্লাব ওয়াটফোর্ডের কোচ রব এডওয়ার্ডসও।
ওয়ার্টফোর্ড কোচ মনে করছেন, যদি শেষ পর্যন্ত হামজা বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তটা নিয়েই ফেলেন, তবে এ দেশের ফুটবলে তিনি রোলমডেল হয়ে যাবেন।
সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রব এডওয়ার্ডস বলেন, ‘সে যদি এটা (বাংলাদেশের হয়ে খেলা) করতে সিদ্ধান্ত নেয়, তাহলে কাজটা অসাধারণ হবে। বাংলাদেশি শিশুদের জন্য সে হবে রোলমডেল, যাকে দেখে তারা মনে করতে পারবে, হ্যাঁ, আমি এটা করতে পারব।’
বাংলাদেশে যোগ দিলে হামজাকে দেখে আরও অনেকেই খেলাটার প্রতি ঝুঁকতে পারে বলে বিশ্বাস ওয়াটফোর্ড কোচের। তিনি বলেন, ‘বাংলাদেশের ফুটবলে হামজা সেই আলোকবর্তিকা হতে পারবে, যাকে দেখে লোকজন খেলাটার দিকে ঝুঁকতে পারবে। যদি সে এটা করে, তাহলে এটা অনেক মানুষের জন্য ইতিবাচকই হবে।’
প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে এক মৌসুমের জন্য ধারে ওয়াটফোর্ডে খেলছেন হামজা। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের প্রতিভার উচ্ছ্বসিত প্রশংসাই করলেন দলটির কোচ।
ওয়ার্টফোর্ড কোচ বলেন, ‘তার সঙ্গে কাজ করাটা দারুণ আনন্দের। সে এমন এক খেলোয়াড় যে তার সামর্থ্যের সবটুকু ঢেলে দেয় অনুশীলনে। সে বেশ ইতিবাচক, আর সেটা তার পারফরম্যান্স দেখলেই আপনি বুঝে যাবেন। তাকে নিয়ে যত প্রশংসা করি, কমই থেকে যাবে।’
বয়স অল্প। হামজার সেরা ফুটবলটা এখনও সামনে পড়ে আছে, মনে করেন এওয়ার্ডস, ‘তার সেরাটা আসার এখনও বাকি, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সে দারুণ এক তরুণ খেলোয়াড়, মানুষ হিসেবেও সে অসাধারণ।’