এক্সক্লুসিভ

হাতের নখ কি বড় রাখা যাবে, কী বলছে ইসলাম

নিউজ ডেস্ক- আধুনিক এই সময়ে অনেকেই নানা ফ্যাশন করে থাকেন। এর মধ্যে অনেকেই শখের বসে নখ বড় রাখেন। এই বিষয়টি ইসলামের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য তা অনেকেরই অজানা। মূলত ইসলামের দৃষ্টিতে আঙুলের নখ বড় রাখা নিন্দনীয়। এছাড়াও ইসলামী আইন ও ফিকাহ শাস্ত্র বিশেষজ্ঞরা নাজায়েজ বলে থাকেন নখ বড় রাখাকে।

বিজ্ঞ আলেমরা বলে থাকেন, হাত-পায়ের নখ নিয়মিত কাটা ও পরিষ্কার রাখা প্রকৃতিগত সুন্নতের মধ্যে পড়ে। হযরত মুহাম্মদ (সা.) হাদিসে বলেছেন, পাঁচটি বিষয় ফিতরাত (নবীদের পন্থা)। এসব হলো খৎনা করা, নাভির নিচের লোম পরিষ্কার করা, নখ কাটা, বগলের লোম উপড়ে ফেলা ও গোঁফ ছোট করা। (ইবনে মাজাহ, হাদিস: ২৯২)

হযরত আনাস (রা.) বলেন, গোঁফ ছোট রাখা, নখ কাটা, বগলের লোম উপড়ে ফেলা ও নাভীর নিচের লোম মুণ্ডিয়ে ফেলতে সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল আমাদের; যেন এক্ষেত্রে চল্লিশ দিনের বেশি আমরা দেরি না করি। (মুসলিম, হাদিস: ২৫৮)

Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমাম নববী (রহ.) এ সংক্রান্ত হাদিসের ব্যাখ্যায় বলেন, সবার মতে নখ কাটা সুন্নাত। এক্ষেত্রে নারী-পুরুষ উভয়েরই হাত-পা সমান পর্যায়ের। (আলমাজমুউ: ১/৩৩৯)

✪ আরও পড়ুন: বিপদ থেকে মুক্তি পাওয়ার আমলসমূহ (ভিডিও)

এছাড়া নখ বড় হাওয়ার কারণে যদি নখের গোঁড়ায় পানি পৌঁছাতে না পারে তাহলে অজু শুদ্ধ হয় না। (খুলাসাতুল ফাতাওয়া, খণ্ড: ০১, পৃষ্ঠা: ২২)

এ বিষয়ে এক বর্ণনায় রয়েছে, আবু ওয়াসিল বলেন, আমি আবু আইয়ুব (রা.)-এর সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। মুসাফাহার সময় আমার আঙুলের নখ বড় দেখে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, তোমাদের মধ্যে কেউ কেউ আসমানের খবর জিজ্ঞেস করো, অথচ তার হাতের নখগুলো পাখির নখের মতো, যাতে ময়লা-আবর্জনা থাকে! (মুসনাদে আহমদ, হাদিস: ২৩০১১)

Back to top button