সিলেট

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

টাইমস ডেস্কঃ সিলেট অঞ্চলের জন্য আবহাওয়া পরিস্থিতির নতুন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। তারা বলছে, এ অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলো মিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আজ বৃহস্পতিবার সকালে এমন তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়া বিদ মো. ওমর ফারুক।

তিনি আর ও জানান, সিলেট অঞ্চল সহ দেশের ৯ টি জেলার ওপর দিয়ে দক্ষিণ / দক্ষিণ- পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলো মিটার বেগে অস্থায়ী ভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

অন্যান্য এলাকাগুলো হলো ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।

Back to top button