সিলেট

সিলেট ১ ও ৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন মেয়র আরিফ!

নিউজ ডেস্ক- মেয়র নির্বাচনে আর প্রার্থী হচ্ছেন না সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এমন কানাঘুষা হচ্ছে ক’দিন থেকে। খবর বেড়িয়েছে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবার। তবে নির্ভরযোগ্য তেমন কোন খবর পাওয়া যাচ্ছিল না।

তবে গেলো সোমবারের বাজেট বক্তিতায় এমন ইঙ্গিত দিলেও আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকেও সরাসরি কোন বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, মেয়র আরিফের সংসদ সদস্য হবার খবরের আরো আলোচনার খোরাক জোগাচ্ছে কয়েকটি ফেইসবুক স্ট্যাটাস।

বুধবার সিলেট সিটি কর্পোরেশনের সাবেক পিআরও সাহাব উদ্দিন সিহাব তার ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি এমন ‘সিলেট -১ এবং সিলেট -৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট- -১ এবং সিলেট- ৪ এ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হবেন সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।

সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ও সাবেক সংসদ সদস‍্য মরহুম দিলদার হোসেন সেলিম সাহেবের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতেই তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেন।’

স্ট্যাটাসটি পাবলিস হবার পর থেকে মিডিয়া পাড়া সহ সিলেটে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

এবিষয়ে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইলে কল দিলেও তিনি কল রিসিভ করেন নি।

Back to top button