সিলেট

সিলেটজুড়ে হঠাৎ করেই বাড়ছে চোখ ওঠা রোগী

নিউজ ডেস্ক- হঠাৎ করেই সিলেট জুড়ে চোখ ওঠা রোগের প্রকোপ দেখা দিয়েছে, বাড়ছে রোগীর সংখ্যা। নগর থেকে গ্রাম পর্যন্ত প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ এ রোগে আক্রান্ত হয়েছেন কিংবা হচ্ছেন প্রতিদিন।

চিকিৎসা শাস্ত্রে এটিকে কনজাংটিভাইটিস বলা হলেও সমস্যাটি চোখ ওঠা নামেই পরিচিত। মূলত ভাইরাসের সংক্রমণে চোঁখের সাদা অংশে প্রদাহ তৈরি হয়, চোখের ছোট ছোট রক্তনালি ফুলে গিয়ে চোখের রং লালচে হয়ে যায়। চোখ ওঠলে কখনো কখনো এক চোখে অথবা দুই চোখেই জ্বালা করে এবং লাল হয়ে চোখ ফুলে যায়। চোখ জ্বালা, চুলকানি, খচখচে ভাব থাকা, চোখ থেকে পানি পড়া, চোখে সাদা ময়লা আসা, কিছু ক্ষেত্রে চোখে তীব্র ব্যথা এ রোগের অন্যতম প্রধান লক্ষণ। রোগটি অত্যন্ত ছোঁয়াচে। চিকিৎসকদের মতে গরমে আর বর্ষায় চোখ ওঠার প্রকোপ বাড়ে।

নগরীর কয়েকটি ফার্মেসি সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে চোখের ড্রপের চাহিদা বেড়েছে। এতে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ না নিয়েই চোখের ড্রপ ও অ্যান্টিহিস্টামিন ওষুধ সেবন করছেন। এসব ওষুধ সেবন করে অনেকেই দুই তিন দিনের মধ্যে সুস্থ হয়েছেন, কারো বেলায় সেরে উঠতে সময় লাগছে ৫-৭ দিন।

এদিকে, আক্রান্ত ব্যক্তিরা রোগটি ছোঁয়াচে জেনেও প্রাত্যহিক কাজ-কর্ম চালিয়ে যাচ্ছেন। মেলামেশা করছেন সবার সঙ্গেই। ফলে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে, বাড়ছে রোগীর সংখ্যা ।

এক সিএনজি অটোরিক্সা চালক জানান, চোখ ওঠেছে গত ২দিন। এখন চোখের যন্ত্রণার চেয়ে পেটের যন্ত্রণাই বেশি তাই চোখ ওঠা নিয়েও চালাতে হচ্ছে অটোরিক্সা। পরিবারে থাকা আরো ৩জন এই রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানান, চোখ ওঠা খুবই ছোঁয়াচে রোগ। পরিবারের একজনের সংস্পর্শ থেকে অন্যজনের হতে পারে। আক্রান্ত ব্যক্তির আশপাশে যারা থাকে, তারাও এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এসব ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য পরিবারের সবাই কাপড়, তোয়ালে, বালিশ ও অন্যান্য জিনিস আলাদা ব্যবহার করতে হবে। আক্রান্তরা উদ্বিগ্ন না হয়ে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে পাশাপাশি বাসায় আইসোলেশনে থাকতে হবে। আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন চক্ষু বিশেষজ্ঞরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট নগরী সহ বিভাগের বেশিরভাগ ঘরেই এখন চোখ ওঠা রোগী। হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে আক্রান্তের সংখ্যা। রোগী বাড়ায় দেখা দিয়েছে চোখের ড্রপের সংকট। আক্রান্তদের উল্লেখযোগ্য অংশই শিশু। সাধারণত এক সপ্তাহের মধ্যেই এই রোগ সেরে যায়। তবে জটিল রূপ ধারণ করলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।

এ বিষয়ে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় শংকর দত্ত বলেন, চোখ ওঠা একটি মওসুমী ভাইরাসজনিত রোগ। ভাইরাস জ্বর যেমন ৫/৭ দিনে ভালো হয়ে যায়, এটাও তেমন এমনিতেই ভালো হয়ে যায়। এ রোগ যার হবে, সেজন্য অন্যের সংস্পর্শে না আসে। কোন বাচ্চা আক্রান্ত হলে, স্কুলের অন্য বাচ্চাদের সুরক্ষিত রাখতে সে যেন কিছু দিন স্কুলে না যায়। চোখ ওঠা রোগ হলে, আতঙ্কিত হওয়া যাবে না। সরকারী হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে যোগাযোগ করতে হবে। সারাদেশের ন্যায় সিলেটেও চোখ ওঠার রোগী বেড়ে যাওয়ায় জেলার সকল সরকারী হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ড্রপার সরবরাহ করা হয়েছে।

Back to top button