লন্ডন জ্বরে কাপছে পুরো সিলেট!
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন। কারণ এই জেলার উল্লেখযোগ্য মানুষ যুক্তরাজ্যে বসবাস করেন। তারই ধারাবাহিকতায় উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার হিড়িক পড়েছে সিলেটে। যেন লন্ডন জ্বরে কাপছে সিলেট। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভিড় করছেন আইইএলটিএস সেন্টারগুলোতে।
‘ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম-আইইএলটিএস’-এ স্কোর পাঁচের উপর করতে পারলেই যেন যুক্তরাজ্যের স্টুডেন্টস ভিসার সোনার হরিণ হাতের মুঠোয় ধরা দিচ্ছে। অনেক শিক্ষার্থী যাওয়ার সময় নির্ভরশীল হিসেবে সাথে নিয়ে যাচ্ছেন স্পাউস ও সন্তানদের। ভিসা প্রাপ্তি সহজ হওয়ায় গেল চার বছরে সিলেট থেকে শিক্ষার্থী ও তাদের নির্ভরশীল হিসেবে প্রায় এক লাখ লোক যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন।
যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ ‘শিক্ষা ভিসা’ ও ইমিগ্রেশন শর্ত শিথিল করায় সেসব দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহ বেড়েছে সিলেটের শিক্ষার্থীদের। শিক্ষা ভিসার জন্য আইইএলটিএস করার জন্য ভিড় করছেন সেন্টারগুলোতে।
সরেজমিনে বেশ কয়েকটি আইএলটিএস সেন্টার ঘুরে প্রতিবেদকের সাথে কথা হয় শিক্ষার্থীদের সাথে। তারা জানান এইএলটিএস করার প্রধান লক্ষ্য হচ্ছে উচ্চ শিক্ষার জন্য প্রবাসে যাওয়া। আর বৈধ উপায়ে যুক্তরাজ্য যাওয়ার জন্য শিক্ষা ভিসা এখন সর্বোচ্চ সুযোগ বলে জানান তারা। উচ্চ শিক্ষা শেষে সেখানে স্থায়ী হয়ে উন্নত জীবন যাপন করতে চান বলে জানান প্রতিবেদককে।
বিভিন্ন প্রতিষ্ঠানের আইএলটিএস স্টুডেন্ডন্ট ইন্সট্রাক্টররা বলছেন করোনায় ধাক্কা খাওয়ার পর আবার ও শিক্ষার্থীরা ঝুকছেন আইএলটিএস কিংবা ওয়াইটিসিতে। ভালো স্কোর সাপেক্ষে সফল হচ্ছেন বেশীরভাগ শিক্ষার্থীরা। বর্তমানে যুক্তরাজ্যের ভিসার রেসিও ভালো থাকায় শিক্ষার্থীদের টপ প্রায়োরিটিলিস্টে থাকছে যুক্তরাজ্য।
ভিসা প্রসেসিং কাজে সহায়তাকারি বিভিন্ন কনসালটেন্সি ফার্মের কর্মকর্তারা বলছেন ভিসার আবেদনের জন্য শিক্ষার্থীরা হুমরি খেয়ে আসছেন। গত জানুয়ারি সেশনে ভিসার রেসিও ছিল অত্যান্ত ভালো। আগামী জানুয়ারী সেশনের যুক্ত রাজ্যের শিক্ষা ভিসার জন্য শিক্ষার্থীরা যথেষ্ট আবেদন করছেন। স্কোর সাপেক্ষে শিক্ষার্থীরা ভিসা ও পাচ্ছেন বলেন জানান কনসালটেন্সি ফার্মের এই কর্মকর্তারা।
বর্তমানে ব্রিটিশ কাউন্সিল প্রতি সপ্তাহে একটি করে পরীক্ষা নিচ্ছে। মাসে ২ হাজারের বেশি শিক্ষার্থী আইএলটিএস পরীক্ষায় অংশ নিচ্ছে।
‘যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের ভিসা সাকসেস রেট ভাল হওয়ায় উচ্চ শিক্ষার জন্য বর্হিগামী শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যে কারণে আইইএলটিএস পরীক্ষার্থীর সংখ্যাও ২-৩ গুন বেড়েছে।’
২০১৯ সাল থেকে যুক্তরাজ্যে ‘শিক্ষা ভিসা’র দ্বার প্রসারিত হয়। ওই সময় থেকে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন প্রচুর সংখ্যক শিক্ষার্থী। এরপর করোনার কারণে কিছুটা স্থবিরতা দেখা দেয়। ২০২১ সালে শিক্ষা ভিসা নিয়ে যুক্তরাজ্যে যান প্রচুর শিক্ষার্থী। শিক্ষা ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার এই ঢেউ এখনও সিলেটজুড়ে চলছে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য ‘শিক্ষা ভিসা’ নিয়ে ছুটছেন স্বপ্নের দেশ যুক্তরাজ্যে। এর মধ্যে বিবাহিত শিক্ষার্থীরা যাওয়ার সময় নির্ভরশীল হিসেবে সাথে নিয়ে যাচ্ছেন ‘স্পাউস’ ও শিশুসন্তানদের।