প্রবাস

কাতার থেকে দেশে টাকা পাঠিয়ে ৫ কেজি সোনা জেতার সুযোগ

কাতার উরিদু সেবাদাতা গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় পুরস্কারের সুযোগ ঘোষণা করেছে। গ্রাহকরা উরিদু মানি অ্যাপ ব্যবহার করে নিজ দেশে টাকা পাঠিয়ে জিতে নিতে পারেন এই পুরস্কার।

কাতার উরিদু কোম্পানি মানিগ্রা’মের অংশীদারিত্বে এই পু’রস্কার ঘোষণা করেছে। এক বিবৃতিতে উরিদু কাতার জানায়, ঘোষণা করা নতুন আকর্ষণীয় এই পুরস্কারটি জিততে হলে গ্রাহককে উরিদু মানি অ্যাপের মানিগ্রাম এক্সচে’ঞ্জ ব্যবহার করে দেশে টাকা পাঠাতে হবে।

এভাবে মানিগ্রামে টাকা পাঠিয়ে বিজয়ী হলে ভাগ্যবান গ্রাহ’ক জিতে নিতে পরেন পাঁচ কেজি সোনা। গ্রাহকরা উরিদু মানি অ্যাপের মানিগ্রাম এক্সচে’ঞ্জ ব্যবহার করে টাকা পাঠালে স্ব’য়ংক্রিয়ভাবে ২২ ক্যারেটের পাঁচ কেজি সোনার জেতার প্রাইজ ড্রতে তালিকাভু’ক্ত হয়ে যাবেন।

পুরষ্কারগুলো যেভাবে দেওয়া হবে: ১ কেজি সোনার বার বিজয়ী হবেন একজন। ৫০০ গ্রাম সোনার বার বিজয়ী হবেন তিন জন।১০০ গ্রাম স্বর্ণের কয়েন বিজয়ী হবেন ১০ জন। ৫০ গ্রাম সোনার কয়েন বিজয়ী হবেন ৩০ জন।

পুরষ্কারের ড্রয়ের সময়সূচী: ২৯ সেপ্টেম্বর: ৫০ গ্রাম সোনার কয়েনের জন্য ১০টি ড্র হবে। ১৩ অক্টোবর: ১০০ গ্রাম সোনার কয়েনের জন্য পাঁচটি ড্র ও ৫০ গ্রাম সোনার কয়েনের জন্য ১০টি ড্র হবে।

২৭ অক্টোবর: ৫০ গ্রাম সোনার কয়েনের জন্য পাঁচটি ড্র, ১০০ গ্রাম সোনার কয়েনের জন্য তিনটি ড্র ও ৫০০ গ্রাম সোনার বারের জন্য একটি ড্র হবে।

১৩ নভেম্বর: ৫০ গ্রাম সোনার কয়েনের জন্য পাঁচটি ড্র, ১০০ গ্রাম সোনার কয়েনের জন্য দুটি ড্র, ৫০০ গ্রাম সোনার বারগুলোর জন্য দুটি ড্র ও ১ কেজি সোনার বারগুলোর জন্য একটি ড্র হবে। কাজেই যারা এমন সোনা জিততে চান, তারা দে’রি না করে উরিদু অ্যাপ ব্যবহার করে মানিগ্রামে টাকা পাঠান।

Back to top button