দুদকের নজরদারিতে সাকিব
বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান মাঠের বাইরে একটার পর একটা বিতর্ক সৃষ্টি করেই যাচ্ছেন। কিছুদিন আগে অনলাইন জুয়া খেলার প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন।
পরে সেটি বাতিল করতে বাধ্য হন। এরপর তার নাম জড়িয়ে পড়ে শেয়ার বাজার কেরেঙ্কারিতেও। এই শেয়ার বাজার কেলেঙ্কারিরতে গিয়ে ধার পড়ে তার পিতার ভুয়া নাম দেওয়ার বিষয়টি।
এসব বিষয় নিয়ে দুদক কমিশন মাঠে নামতে যাচ্ছে। তারা সাকিবের বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে। একইসঙ্গে সাকিব যে দুদকের গুডউইল অ্যাস্বাসেডর সেটিও তিনি থাকবেন কি না সে ব্যাপারে দুদক সিদ্ধান্ত নিবে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুদুক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দুদক কমিশনের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘অভিযোগ এলেই তো সঙ্গে সঙ্গে কোনো কিছু হয় না। একটু সময় দেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশন দেখছে, অপেক্ষা করুন।’
সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার এবং দলের অধিনায়ক। তার সঙ্গে দুদকের ২০১৮ সালে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যে চুক্তিটি হয়েছিল, সেটি ছিল বিনা পারিশ্রমিকে উনি দুদকের হয়ে তথ্যচিত্র তৈরিতে কাজ করবেন। তার সঙ্গে শুধু একবার ২০১৮ সালে যখন দুদকের ১০৬ কমপ্লেইন হটলাইন চালু হয়, তখন একটি তথ্যচিত্র করা হয়েছিল। পরবর্তীকালে আমরা আর কোনো তথ্যচিত্র বা কোনো কার্যক্রম করিনি।’
উল্লেখ বেটউইনারের সঙ্গে চুক্তি করার পর একমাত্র ঢাকাপ্রকাশ ৬ পর্বের রিপোর্ট করেছিল। রিপোর্টগুলো ছিল বিতর্ক আর সাকিব একটি আরেকটির পরিপূরক, ইসলামের দৃষ্টিতে জুয়া এবং সাকিবের কর্মকাণ্ড, বাংলাদেশের জুয়ার আইন ও সাকিবের চুক্তি, সাকিবকে সাসপেন্ড করা উচিত ছিল, সাকিব কাণ্ডে বিসিবি পরিচালকদের চাপা ক্ষোভ, সাকিব কি আদৌ চুক্তি করেছিলেন।