সাফজয়ী ৩ নারী ফুটবলারকে পুরস্কার ঘোষণা খাগড়াছড়ির ডিসির

নিউজ ডেস্ক- ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে অপরাজিতা চ্যাম্পিয়ন বাঘিনীরা। এই বিজয়ী দলের খাগড়াছড়ি জেলার তিন খেলোয়ারের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
শিরোপা জয়ের পর খাগড়াছড়ি জেলা প্রশাসনের ফেইসবুক পেইজে এ ঘোষণা দেওয়া হয়।
সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপার জয় পায় বাংলাদেশ নারী ফুটবল দল।
দলে রয়েছেন খাগড়াছড়ির মনিকা চাকমা, আনাই মগিনি ও আনুচিং মগিনি। আনাই ও আনুচিং যমজ বোন। এ ছাড়া দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমার বাড়িও খাগড়াছড়ি জেলায়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের এ জয়ের বড় অংশীদার খাগড়াছড়ির ফুটবলাররা। তাদের এ অর্জনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ফুটবলার ও এক কোচের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’