চলতি বছর ৬৮৭ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে

নিউজ ডেস্ক- চলতি বছর ৬৮৭ মেট্রিক টন ইলিশ রফতানি করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। তিনি আরো জানান, জাতীয় মৎস্য সপ্তাহ জেলা ও উপজেলা পর্যায়ে সফলভাবে পালন করা হয়েছে। আগামী ৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। এছাড়া চিংড়ি মাছে অপদ্রব্য পুশ বন্ধে মোবাইল কোর্টের কার্যক্রম চলমান রয়েছে।
সোমবার সকালে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এসব তথ্য জানান। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় আরো বক্তব্য দেন সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, আগামী ১ অক্টোবর থেকে সনাতন ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে। শান্তিপূর্ণভাবে উৎসব পালনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের নিদের্শনা দেওয়া হয়েছে। শিশুদের করোনা টিকা গ্রহণে আবশ্যকীয় জন্মনিবন্ধন কার্ড যাতে সহজে করতে পারে, সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।